জি-মেইলে ভিডিও কল করবেন যেভাবে
জি মেইলে ভিডিও কল করার উপায়
দেশ বিদেশের বন্ধু কিংবা প্রিয়জনের সাথে কথা বলার জন্য বর্তমানে অনেক মাধ্যম রয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোসহ প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অডিও ও ভিডিও কলে প্রিয়জনের সাথে কথা বলা যায়। শুধু প্রিয়জনের সাথে কথা নয় এখন অডিও ভিডিও কলে অনেক বড় বড় ব্যবসার ডিল, মানুষের অপারেশন, ভিডিও কনফারেন্স ইত্যাদি করা হচ্ছে।
আরও পড়ুন:
মোবাইল অফিশিয়াল না আন অফিশিয়াল বুঝবেন যেভাবে
স্মার্টফোন বিস্ফোরণের কারণ ও সতর্কতা
সারাবিশ্বে যখন মহামারি করোনা দেখা দেয় তখন দেশ বিদেশে ব্যবসা, বন্ধুদের সাতে আড্ডা, মিটিং, ক্লাস ইত্যাদি সকল কিছু অনলাইন ভিডিও কলের মাধ্যমে করা হয়েছে। এসময় zoom, Google Meet ছিলো একমাত্র ভরসা। তবে, অনেক বিষয় বিবেচনায় নিয়ে বিশেষ এক ফিচার নিয়ে এসেছে জি-মেইল। এবার থেকে ভয়েস কল করার জন্য আর Google Meet ব্যবহার করতে হবেনা। এবার আপনি আপনার জি মেইল খুলে রাখলেও ভিডিও কল করতে পারবেন। এই বিশেষ ফিচারে আপনি কোন ব্যক্তিকে ফোন দিলে তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে।
এবার জানা যাক, কীভাবে জি মেইলে ভিডিও কল করবো। তাহলে চলুন শুরু করি……
জি মেইলে যেভাবে ভিডিও কল কল করবেন
- প্রথমে আপনার Gmail account এ প্রবেশ করতে হবে।
- তারপর বাম দিকের নিচে Meet নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
- তাপর যে পেজটি আসবে সেখান থেকে New meeting এ ক্লিক করুন।
- এবার ভিডিও কলের লিঙ্ক ইমেলের মাধ্যমে অন্যকে পাঠাতে Send invite ক্লিক করুন। তারপর Start now এ ক্লিক করুন। তাহলে কল চালু হয়ে যাবে।
- মিটিং থেকে বের হতে Leave now -তে ক্লিক করুন।
আরও পড়ুন:
ই-সিম কী? ই-সিমের সুবিধা ও অসুবিধা এবং ব্যবহারের নিয়ম
বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়
যদি অন্য কারো আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করতে চান তাহলে-
- প্রথমে আপনার Gmail account এ প্রবেশ করুন।
- নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিঙ্কে ক্লিক করুন।
- মিটিংয়ে যোগ দিতে join now -এ ক্লিক করুন।
- মিটিং থেকে বের হতে Leave now -তে ক্লিক করুন।
আরও পড়ুন:
ফেসবুক হ্যাক হওয়া থেকে বাঁচার উপায়
ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করার নিয়ম
######